মমেক হাসপাতালে করোনায় কোনো মৃত্যু নেই

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

তবে উপসর্গ ময়মনসিংহ সদরের বাসিন্দা আব্দুল খালেক নামের একজন মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন সাত রোগীসহ ১৪৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে আট জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে চার জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।

হাসপাতালের ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় সেবা নিয়েছেন মোট ৪১ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন নয় জন।

 



আপনার মূল্যবান মতামত দিন: