মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে।

করোনা ওয়ার্ডে মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।

করোনায় আক্রান্ত একজন শেরপুর ও অন্যজন ময়মনসিংহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়ার চার জনের বাড়িই ময়মনসিংহে।

রোববার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৪০ জন। এর মধ্যে সাত জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক নয় শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।


আপনার মূল্যবান মতামত দিন: