রাজশাহীতে ফের কমলো করোনায় মৃত্যু

রাজশাহী প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৪

ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় প্রাণহানির খবর মেলেনি। এর আগে (২৬ আগস্ট) বিভাগে তিনজন মারা যান। এর দুই দিন পর (২৮ আগস্ট) মারা যান মাত্র একজন। এরপর ফের বেড়ে যায় মৃত্যু হার। ২৯ আগস্ট ৬ জন, ৩০ আগস্ট ৬ জন, ৩১ আগস্ট ৯ জন এবং ১ সেপ্টেম্বর ৬ জন মারা যান বিভাগজুড়ে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এ পর্যন্ত বিভাগের ৮ জেলায় করোনায় মারা গেছেন ১ হাজার ৬০৮ জন। বিভাগে ৯৫ হাজার ৮৩১ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে এক দিনে ১৩২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বোচ্চ ৬৬৫ জন মারা গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৯৭, নাটোরে ১৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৪৮, নওগাঁয় ১৩৮, সিরাজগঞ্জে ৯৫, জয়পুরহাটে ৫৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৬৫৬ জন করোনা রোগী। এর মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৭ জন। এক দিনে হাসপাতালে এসেছেন ৬৬ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ১৯৫ জন। 



আপনার মূল্যবান মতামত দিন: