করোনাভাইরাস: সকালে সন্তান জন্ম, বিকেলে মায়ের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৭ এপ্রিল ২০২১, ১৮:৫৯

কাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা-ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা।

শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপাল্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকরা জানান, সাত মাসের অন্তঃসত্ত্বা রিফাত সুলতানা সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। পরে বিকাল ৫টার দিকে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে জন্ম নেওয়া কন্যা সন্তানটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইনকিউবেটরে রয়েছে। তাদের দুই বছর বয়সী দুজন যমজ সন্তান রয়েছে। ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত তার স্বামী নাজমুল ইসলামও সেখানে চাকরি করেন।



আপনার মূল্যবান মতামত দিন: