করোনায় কুষ্টিয়ায় আরও ৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০০:২৮

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল- ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৩১ জন।

একই সময়ে ২৫৯টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৮৮ জন।

মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১২৫ জন।

ডা. আশরাফুল ইসলাম আরও বলেন, মারা যাওয়া ব্যক্তি কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৫৪ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৩২৯টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক শূন্য এক শতাংশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: