অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট এক হাজার ২১১ জন মারা গেছেন।
একই সময়ে নয়টি ল্যাবে এক হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ৭২৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১৯ জনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার আট জন, বাঁশখালী উপজেলার দুই জন, আনোয়ারার একজন, চন্দনাইশ উপজেলার দুই জন, বোয়ালখালীর একজন, রাঙ্গুনিয়ার একজন, রাউজানের ১৩ জন, ফটিকছড়ির দুই জন, হাটহাজারীর ১৩ জন, সীতাকুণ্ডের পাঁচ জন, মীরসরাইয়ের পাঁচ জন ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২১ জন।
একই সময়ে জেলায় ১৯৪টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৪ শতাংশ। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫২ জন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এইসময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯২ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৬৪ জন।
আপনার মূল্যবান মতামত দিন: