মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। এর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ৩০ হাজার ১৫১ জন।
গতকাল বৃহস্পতিবার একদিনেই টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।
আপনার মূল্যবান মতামত দিন: