মমেকের করোনা ওয়ার্ডে ৬, রামেকে ৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ২০:১১

ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে একজন ময়মনসিংহ, একজন নেত্রকোণা ও একজন জামালপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জনের বাড়ি জামালপুরে ও একজনের ময়মনসিংহে।

শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৭৬ জন। এর মধ্যে ১৫ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও কমেছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ প্রায় তিন মাস পর এটাই একদিনে করোনা ও উপসর্গে সর্বনিম্ন মৃত্যু বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের ২ জন করোনা পজিটিভ এবং ২ জনের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও কুষ্টিয়ার ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।

শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৯২ রোগীর মধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩ জন।

শামীম ইয়াজদানী জানান, বৃহস্পতিবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী, নাটোর, পাবনা, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ এই পাঁচ জেলার ৪২৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার রাজশাহীতে ১৯ দশমিক ০২ শতাংশ, নাটোরে ১৭ দশমিক ৩৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ৫৮ শতাংশ। এতে দেখা যায় রাজশাহীতে আগের দিনের চেয়ে সংক্রমণের হার ২ দশমিক ২১ শতাংশ বেড়েছে হয়েছে ১৯ দশমিক ০২ শতাংশ। আগের দিন বুধবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: