করোনায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৫৪

সময় ট্রিবিউন | ২৪ মার্চ ২০২১, ০০:২৭

মহামারি করোনা ভাইরাসে (কোভিড ১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও আরও ১৮ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে মঙ্গলবার। এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৩৫ জন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে। এছাড়াও দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

এর আগে সোমবার (২২ মার্চ) দেশে আরও ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। এদিকে আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



আপনার মূল্যবান মতামত দিন: