মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ১৭:৩১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক হাজার ৬১টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: