রামেকের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২০:১৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট- ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন।

এদের মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী। ১০ জনের মধ্যে দুই জনের বাড়ি রাজশাহীতে, চার জন নাটোর, তিন জন নওগাঁ ও একজন চুয়াডাঙ্গার বাসিন্দা। এদের মধ্যে চার জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে একজন রাজশাহী, একজন নাটোর ও দুইজন নওগাঁর বাসিন্দা।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর ৮১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন শনাক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, তারা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৪ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৯ জন। এর আগে, ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩১৪ জন। বর্তমানে মোট ২৯৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: