মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ১৮:০৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে দুই জনের বাড়ি নেত্রকোণায় ও একজন ময়মনসিংহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া নয় জনের মধ্যে পাঁচ জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, দুই জন নেত্রকোণা, একজন জামালপুর ও একজনের বাড়ি শেরপুরে।

শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪৯৭ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: