ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ১৯:০৪

ছবি : ইন্টারনেট

মহামারি করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন করোনায় ও ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

শুক্রবার(৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৬ জন, টাঙ্গাইলের ২ জন, জামালপুরের দুজন ও গাজীপুরের একজন মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, নেত্রকোনার তিনজন, শেরপুর ও সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়।

ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন: