খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জনের।
এর আগে গতকাল (রোববার) এ বিভাগে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৮৮০ জনের।
সোমবার (২ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা ও কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন করে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোরে তিনজন, মেহেরপুরে তিনজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে দুইজন, বাগেরহাটে একজন এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৯৫ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।
আপনার মূল্যবান মতামত দিন: