বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময় করোনায় ৮ ও উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরের এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ১১ মার্চ থেকে চলতি বছরের ৩০ জুলাই সকাল ৮ টা পর্যন্ত বরিশাল বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮২২ জন, সুস্থ ১৮ হাজার ৮৫৮ জন এবং মারা গেছেন ৪৬১ জন আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪ হাজার ১৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীর পাঁচজন, পিরোজপুরের দুইজন ও বরগুনায় একজনসহ মোট ৮ জন মারা গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: