করোনায় ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯১৫

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ১৯:১৪

ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। সরকারি হিসাব অনুসারে, এনিয়ে করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৩২ জন। একই সময়ে নতুন করে ৯১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৩ শতাংশ। চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৮ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৪১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৭৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জন শহরের, অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: