রংপুরে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ০০:১১

ফাইল ছবি

রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৩৭ জনের। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৮৬৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, পঞ্চগড়ের দুইজনসহ দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২০৯ জন, রংপুরের ১৬১ জন, ঠাকুরগাঁওয়ের ১১৩ জন, কুড়িগ্রামের ১০১ জন, পঞ্চগড়ের ৯০ জন, নীলফামারীর ৮১ জন, গাইবান্ধার ৬২ জন ও লালমনিরহাটের ২০ জন রয়েছেন।

শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত ৮৬৬ জনের মধ্যে দিনাজপুরে ২৬০ জন, রংপুরে ১৮৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৬৫, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫২, কুড়িগ্রামে ৪৭ ও গাইবান্ধায় ৪০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৮ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৫৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুুরে ১২ হাজার ১৯৭ জন, রংপুরে ৯ হাজার ৯৩ জন, ঠাকুরগাঁওয়ে ৫ হাজার ৭৪৯ জন, গাইবান্ধায় ৩ হাজার ৫২১ জন, নীলফামারীর ৩ হাজার ৩০৪ জন, কুড়িগ্রামের ৩ হাজার ১৭৫ জন, লালমনিরহাটের ২ হাজার ১১৭ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৪৩৫ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৬ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: