বরিশালে করোনায় আরও ২০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ২০:৩৫

ফাইল ছবি

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

এসময় তিনি জানান, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৯৩ জন নিয়ে মোট ১২ হাজার ৯৭৭জন, পটুয়াখালী জেলায় নতুন ১১৭ জন নিয়ে মোট ৩ হাজার ৭৮৩ জন, ভোলা জেলায় নতুন ১২০ জনসহ মোট ৩ হাজার ২২৬ জন, পিরোজপুর জেলায় নতুন ১৩৫ জনসহ মোট ৪ হাজার ১৪১ জন, বরগুনা জেলায় নতুন ৮৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৬৭৪জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং বিভাগের মধ্যে পটুয়াখালীতে দুই, পিরোজপুরে চার, বরগুনাতে দুই ও ঝালকাঠিতে এক জনসহ মোট নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: