খুলনায় আজ আরো ৮জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ১৯:১৮

ছবিঃ সংগৃহীত

খুলনায় করোনা চিকিৎসা দেওয়া ৫টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে জানান, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জন মারা গেছেন। তারা সবাই করোনা পজিটিভ ছিলেন।'

সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত হওয়া এই করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়োলো জোনে ৪৫ জন, এইচডিইউতে ১১ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছে।

করোনা চিকিৎসায় নতুন যোগ হওয়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। হাসপাতালের ৮৭ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৫৮ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে চার জন রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: