-2021-07-20-13-36-48.jpg)
সাতক্ষীরায় করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় পাঁচ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ২০ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মৃতরা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।’
ডা. জয়ন্ত কুমার সরকার আরোও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৪ টি নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২৩টি নমুনা পরীক্ষা করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ।’
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন।
আপনার মূল্যবান মতামত দিন: