অতিমারি করোনায় ১৫ জেলায় দেড় শতাধিকেরও বেশি প্রাণহানি

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ২০:৪৩

ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশের গ্রামেগঞ্জেও হানা দিয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। দেশের প্রতিটি হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রয়েছে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। ভাইরাসটির সংক্রমণে ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত দেশের ১৫ জেলায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা: খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একই সময়ে ১২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জন শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩.৩৬%।

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় মৃত্যুর হার কমেছে। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

নড়াইল: নড়াইল জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ৭২ বছর বয়সী একজন বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৪ জনের মৃত্যু হয়েছে। 

নেত্রকোনা: নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা: কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.২%।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৬৩ জন।  

ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২১৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন: