বরিশালে করোনায় আরও ১৯ জনের প্রাণহানি

বরিশাল প্রতিনিধি | ১২ জুলাই ২০২১, ১৭:৫৪

ছবিঃ সংগৃহীত

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯ জন। 

সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।বরিশালে করোনায় আরও ১৯ জনের মৃত্যু।এর মধ্যে বরিশালের ১২ জন, ঝালকাঠির ৪ জন, বরগুনার একজন, পিরোজপুরের একজন ও মাদারীপুরের একজন। 

গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে ৮৩ জনই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৭ জন। এর মধ্যে ১২ জন পজিটিভ। বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭ জন। এর মধ্যে পজিটিভ ৭৭ জন।

শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২১ জনই পজিটিভ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: