রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ১৮:০২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে সংক্রমণে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এর মধ্যে ছয়জন করোনায় এবং অপর ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৫ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন করে রয়েছেন। এর মধ্যে ৪ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ৩০৯ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪৯ জন। আগের দিন রোগী ভর্তি ছিলেন ৩৫৮ জন।


আপনার মূল্যবান মতামত দিন: