করোনার ভ্যাকসিন রফতানি বন্ধ করে দিচ্ছে ভারত

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০৩:৩১

ছবিঃ সংগৃহীত

ভারত সরকার দেশের চাহিদা মেটাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে ১৮০টিরও বেশি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ভ্যাকসিন কার্যক্রমে বড় প্রভাব পড়বে।

ভারতে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের বিভিন্ন রাজ্যে বেশি মাত্রায় ভ্যাকসিনের চাহিদা দেখা দিচ্ছে। এ চাহিদা মেটাতেই সাময়িক সময়ের জন্য ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত ১৬ জানুয়ারি স্বাস্থ্যকর্মী দিয়ে ভারতে শুরু হয়েছিল টিকাদান কর্মসূচি। গেল ২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীরা ছাড়াও অন্যান্য সম্মুখ যোদ্ধা এবং বয়োজ্যাষ্ঠদের টিকা দিচ্ছে দেশটি। গত মঙ্গলবার (২৩ মার্চ) পর্যন্ত ভারতে পাঁচ কোটিরও বেশী মানুষ করোনার টিকা পেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহ থেকেই ভারতে করোনা সংক্রমণের সূচক ঊর্ধ্বগতিতে ছুটছে। গতকাল দেশটিতে নতুন করে দৈনিক শনাক্ত অর্ধলাখ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও প্রায় আড়াইশ। এমতবস্থায় দেশটি ৪৫ বছরের বেশি সব নাগরিককে টিকাদান শুরু করতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই কর্মসূচি চালাতে দেশটিতে বেশি পরিমাণে টিকা প্রয়োজন হবে। আর সেকারণেই টিকা রফতানি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিল ভারত সরকার।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা