জামালপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুলাই ২০২৩, ১৯:৪২

সংগৃহীত ছবি

সারাদেশের মতো জামালপুরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই জেলা সদরসহ প্রতিটি উপজেলা থেকে রোগীরা হাসপাতালে ছুটে আসছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের চতুর্থ তলায় ডেঙ্গু কর্নারে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এখন পর্যন্ত ঢাকা ফেরত ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৬ জনসহ ১৮ জন রোগী ভর্তি রয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮২ জন।

তিনি আরও জানান, ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সবাইকে মশারি আবৃত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রোগীদের জন্য হাসপাতাল থেকে বিনামূল্যে মশারি, খাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। ডেঙ্গু রোগীর পরীক্ষা ফি কমিয়ে সরকার নির্ধারিত মূল্য ৫০ টাকা করা হয়েছে। জেলায় ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রয়েছে ৭৭৬টি। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তাদের টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: