ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ জুলাই ২০২৩, ১৯:০৩

সংগৃহীত ছবি

মরণঘাতি ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়েও। ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২০ জন। তাদের মধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ৭ জন রোগী। এদের মধ্যে অধিকাংশই রোগী ঢাকা থেকে আগত।

বর্ষা এলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রায় সারাদেশেই দেখা যায়। এতে প্রাণহানিও ঘটে অনেক। অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও এবার ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ট্রেন ও বাসের মাধ্যমে আসায় তাদের শরীরে যে মশা কামড় দিয়েছে সেই মশাগুলো আরও অন্যজনকে কামড়েছে। এভাবেই মশাগুলো ছড়িয়ে যাওয়ার ফলে এখন স্থানীয়দের মধ্যেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা থাকার ও কেউ জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: