চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ১৪ জন শনাক্ত হয়েছেন। তবে এসময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।
চট্টগ্রামে চলতি জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর জেলায় ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৮৯২ জন।
আপনার মূল্যবান মতামত দিন: