রামেকে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড, ভর্তি ৯ রোগী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৬ জুলাই ২০২৩, ০২:১১

সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন আটজন রোগী। এছাড়াও একজন রোগী ভর্তি আছেন আইসিইউতে।

বুধবার (৫ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬টি বেড রয়েছে। এরমধ্যে ৮ জন মহিলা ও ৮জন পুরুষ চিকিৎসা নিতে পারবে। পাশাপাশি একটি বিশেষ চিকিৎসক টিমও রাখা হয়েছে।

হাসপাতাল পরিচালক আরও বলেন, রামেক ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে আটজন চিকিৎসাধীন। এছাড়া ডেঙ্গু ও কিডনির সমস্যা নিয়ে একজন আইসিইউতে ভর্তি আছেন। আক্রান্ত সবাই রাজশাহীর বাইরে থাকেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তারা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে একজনের অবস্থা জটিল। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে স্থানীয়দের কেউই এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।


আপনার মূল্যবান মতামত দিন: