ডেঙ্গু থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তরের যেসব পরামর্শ

সময় ট্রিবিউন ডেস্ক: | ১০ জুন ২০২৩, ০৬:৩০

সংগৃহীত ছবি

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এডিস মশাবাহিত রোগটির প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের প্রতিও নজর দিতে বলেছে সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে এক তথ্যবিবরণীতে বলেছে, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টসমূহে ব্যথা এবং বার বার বমি করার প্রবণতার মধ্যে দুটি লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ডেঙ্গু হওয়ার ৩-৭ দিন পর হতে পারে- শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি করা, বমির সাথে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া এবং শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতা বোধ করা।

ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখার পরামর্শ দিয়ে তথ্য বিবরণীতেবলা হয়েছে, মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে।

কমিউনিটির সচেতনতা বৃদ্ধি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর পরামর্শে বলেছে, পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে এবং পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: