চুয়াডাঙ্গায় হাসপাতালে পাঁচ ডেঙ্গু রোগী ভর্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯

সংগৃহীত

চুয়াডাঙ্গায় নারীসহ পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচজনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। চলতি মাসে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি পাঁচজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের তোতা মিয়া, হানুরবাড়াদী গ্রামের আবদুল হামিদ, বোয়ালমারী গ্রামের ফারুক হোসেন, জেলা শহরের মাঝেরপাড়ার অ্যাডভোকেট শাহরিয়ার নেওয়াজ, সদর হাসপাতাল এলাকার কলেজছাত্র আবু তোহা ও দামুড়হুদা উপজেলার আনোয়ারপুর গ্রামের শিউলী খাতুন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে কলেজছাত্র আবু তোহা সুস্থ হয়ে ওঠায় তাকে সদর হাসপাতাল থেকে ছাত্রপত্র দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ‘আক্রান্তরা সবাই ঢাকা থেকে চুয়াডাঙ্গায় এসেছেন। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা চুয়াডাঙ্গায় থাকার প্রমাণ পাওয়া যায়নি। এডিস মশা হাসপাতালের ওয়ার্ডে থাকলে এক রোগী থেকে অন্য রোগীতে জীবাণু ছড়াতে পারে। তবে সাধারণ মশায় ডেঙ্গু ছড়ায় না। হাসপাতালে যেসব ডেঙ্গু আক্রান্ত রোগী আছেন তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন: