দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৮১৪

স্টাফ রিপোর্টার, ঢাকা | ১১ জুলাই ২০২২, ০৬:১৪

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

ঈদের আগের দিন নমুনা পরীক্ষা পাঁচ হাজারের নিচে নেমে আসায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আটশর ঘরে নেমে এলেও শনাক্তের হার ১৭ শতাংশ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগের দিন ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করে ৯৩৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ৩ জনের মৃত্যুর খবর এসেছিল।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৭ শতাংশে, আগের দিন এই হার ১৫ দশমিক ৫৯ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১০০৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন: