শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন বজলুল আহমেদ (৪০) নামের এক যুবক। এসময় বজলুলের পায়ে কয়েক জায়গায় একটি সাপ কামড় দেয়। পরে বজলুল নিজেই সাপটিকে পিটিয়ে মেরে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের। বজলুল আহমেদ উপজেলার কামালপুর গ্রামের মক্তব পাড়ার আসাবুল হকের ছেলে। বর্তমানে বজলুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত বজলুল আহমেদ বলেন, রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলা অবস্থায় সাপটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসি। বর্তমানে ভালো আছি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, সাপটির নাম গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। আমরা বজলুর আহমেদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।
আপনার মূল্যবান মতামত দিন: