শঙ্কা কাটিয়ে এসএসসি পরীক্ষায় ২২ লাখ শিক্ষার্থী

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২১, ০১:৪৭

ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শেষ হবে। এবার সর্বমোট পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী।

প্রথমদিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা। এবার সংক্ষিপ্ত সিলেবাসে এবং প্রতি বিভাগে তিন বিষয়ে (নৈর্ব্যক্তিক) পরীক্ষা নেওয়া হবে। 

আগামীকাল সোমবার সকালে মানবিকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকালে ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা। 

এবারে মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে অংশ নিয়েছে ১৮ লাখ ৯৯৮ জন। এ ছাড়া দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ এবং এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী আছে। 


আপনার মূল্যবান মতামত দিন: