বিশ্ব মেধা সূচকে মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম (সবার নিচে)। একইসাথে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ১২৩তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৮তম, শ্রীলঙ্কা ৯৩তম, পাকিস্তান ১০৭তম ও নেপাল ১১৩তম।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং অলাভজনক গবেষণা সংস্থা পোর্টুল্যান্স ইনস্টিটিউট এ তালিকা প্রকাশ করেছে।
মেধা অর্জনের সক্ষমতা, আগ্রহ, বিকাশ, ধরে রাখা, বৃত্তিমূলক, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক জ্ঞান- এ ৭টি বিষয় বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: