এ বছরও অনুষ্ঠিত হচ্ছে নাপ্রাথমিক ও ইবতেদায়িতে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা। এর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
রোববার (১৭ অক্টোবর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।
জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে তার নির্দেশনা চাওয়া হয়েছিল। আজ সেটির অনুমোদন পাওয়া গেছে। তাই পরীক্ষাটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।
এর আগে, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: