২ ডিসেম্বর থেকে আলিম পরীক্ষা শুরু

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ০৪:১২

-ফাইল ছবি

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে ২০২১ সালের আলিম পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দেড় ঘণ্টা। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

রবিবার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।

মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম দিন ২ ডিসেম্বর কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ ডিসেম্বর হাদিস ও উসূলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিক্‌হ-১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়), ১২ ডিসেম্বর আল ফিকহ-২য় পত্র, আরবি সাহিত্য (মুজাব্বিদ মাহির বিভাগ) ও পদার্থবিজ্ঞান ২য় পত্র (তত্ত্বীয়)।

এ ছাড়া ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন-১ম পত্র (তত্ত্বীয়) ও ভাজভিদ-১ম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র (তত্ত্বীয়) এবং ভাজভিদ-২য় পত্র।

করোনার কারণে চলতি বছর আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিভাগ থেকে নির্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় সূচির বিশেষ নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থী পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও এনালগ ঘড়ি সঙ্গে রাখতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন (স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন। এ ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতেও পারবে না। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: