গুচ্ছ ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বে ১১ শিক্ষার্থী

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৭

ভর্তি পরীক্ষা-ফাইল ছবি

দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর থেকে। এদিন ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা।

এছাড়া গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় মানবিক বিভাগের (‘খ' ইউনিট) ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর এবং বাণিজ্য বিভাগের ‘গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আসনসংখ্যা হিসাবে এ প্রক্রিয়ায় প্রায় বাইশ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১ হাজার ৫৬১ জন, মানবিক বিভাগ থেকে ৬ হাজার ১২৯ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী। এছাড়াও সমন্বিত বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৭৭০ জন শিক্ষার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে কোনো পাস-ফেল থাকছে না। মূলত পরীক্ষার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের স্কোরিং করবো। এরপর স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কিসের কিসের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করাবে।

তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে মূলত আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর চেষ্টা করেছি পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রাখার চেষ্টা করেছি। এখান পর্যন্ত মোট তিনটি ইউনিটে পেমেন্ট করেছে প্রায় ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী। এতে গড়ে আসনপ্রতি লড়াই করবে প্রায় ১১ জন শিক্ষার্থী। আমাদের একবারে পরীক্ষা নেয়ার সর্বোচ্চ সক্ষমতা ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থীর।

ড. মুনাজ আহমেদ নূর আরও বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ের এমন কিছু সাবজেক্ট রয়েছে যেখানে সব ইউনিটের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। মূলত গুচ্ছ পদ্ধতিতে প্রাপ্ত নাম্বর ছাড়াও শিক্ষার্থীর অন্যান্য বিষয়াবলি দেখে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐ বিষয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এটি পুরোপুরি বিশ্ববিদ্যালয় গুলোর নিজস্ব সিদ্ধান্ত।



আপনার মূল্যবান মতামত দিন: