১ অক্টোবরের আগে হল না খুললে কঠোর আন্দোলন

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার তারিখ ঘোষণা এবং ১ অক্টোবরের আগে হল খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের বারান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীদের শতভাগ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের পর যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে-জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের এ বক্তব্যকে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

এ সময় লিখিত বক্তব্যে দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে। তারপরও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রশাসন থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আমরা চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ।



আপনার মূল্যবান মতামত দিন: