১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০১:১১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ফাইল ছবি

আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এর মধ্যে পঞ্চম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। আর বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান করানো হবে। প্রতিদিন স্কুলে তাপমাত্রা মাপতে হবে; পরতে হবে মাস্ক। কারো বাড়িতে করোনা রোগী থাকলে তাকে স্কুলে না আসার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কোনো এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গেলে অবস্থা বিবেচনা করে সেই এলাকার স্কুল বন্ধ করে দেয়া হবে। পরিস্থিতি বিবেচনায় স্কুলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। জেএসসি, জেডিসি ও পিইসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

তিনি বলেন, এবার আমরা দেখছি সংক্রমণের হার দ্রুত কমছে। অভিজ্ঞতা বলছে নভেম্বর ও ডিসেম্বরে সংক্রমণের হার কম থাকে। আর টিকা কার্যক্রম যে গতিতে চলছে সে বিবেচনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করব।



আপনার মূল্যবান মতামত দিন: