ঢাবি অধ্যাপক সৈয়দ সালেহীন কাদরী মারা গেছেন

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭

অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী-ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী মারা গেছেন।

বুধবার মধ্যরাত সাড়ে ৪টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক সালেহীন কাদরী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

তিনি এশিয়ার নোবেল হিসেবে পরিচিত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

অধ্যাপক সালেহীন কাদরীর স্ত্রী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অধ্যাপক সালেহীন কাদরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: