বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতীকী ক্লাস নিলেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এই প্রতীকী ক্লাস শুরু হয়।
উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ বিষয়ে প্রায় একঘণ্টার এ ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।
অধ্যাপক রায়হান রাইন বলেন, আমাদের এই প্রতিবাদী ক্লাস আজকে থেকে শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির পক্ষে থাকা অন্যান্য শিক্ষকরাও পরবর্তী দিনগুলোতে এভাবে ক্লাস নেবেন।
এর আগে, বুধবার (২৫ আগস্ট) সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক রায়হান রাইন। এ ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ আগামী ২৯ আগস্ট সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: