ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত কাল

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ০৩:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

শিক্ষার্থীদের টিকাগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলা হবে কি না সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,আগামীকাল প্রভোস্ট কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। এই সভায় শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন এবং সার্বিক পরিবেশ পরিস্থিতির সকল তথ্যাদি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, হলসমূহের প্রভোস্টদের সঙ্গে আলোচনা করা হবে। হলগুলোর সার্বিক অবস্থা কী তা জানতে হবে। সেই আলোকে বিশ্ববিদ্যালয় খোলার কথা চিন্তা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: