২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আজ

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ০০:০৯

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা- ছবি: সংগৃহীত

গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ প্রকাশ করা হবে। আর আগামী ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু হবে।

রোববার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল গুচ্ছভুক্ত বিশ্বদ্যিালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ফরিদ উদ্দিন আরও বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। অনলাইনে পরবর্তী সাত দিন আবেদন নেওয়া হবে।

তিনি বলেন, চূড়ান্ত আবেদন ফি ১২ শ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা জানি ফি তুলনামূলক বেশি হয়েছে। কিন্তু তিনটি বিষয় বিবেচনায় নিয়ে ১২ শ টাকা নির্ধারণ করা হয়েছে এবং তাতে কেউ আপত্তি জানায়নি। পরীক্ষা বাবদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কোনো অর্থ দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক অবস্থাও খারাপ এবং এবার তিন ভাগের এক ভাগ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শাবিপ্রবি উপাচার্য বলেন, পরীক্ষার জন্য সারা দেশে শিক্ষার্থীদের মুভ করতে হয়। তাদের যেমন কষ্ট হয়, তেমন অর্থ ব্যয় হয়। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা যেন নিজ বিভাগের পরীক্ষা দিয়ে ওই দিনই বাড়ি ফিরে যেতে পারে। তাদের খরচটা যেন কমে আসে, কষ্ট না হয়। শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করবে।

তবে এত বড় পরিসরে পরীক্ষার আয়োজন করাই চ্যালেঞ্জ বলে জানান শাবিপ্রবি উপাচার্য।

গুচ্ছ পদ্ধতিতে আসা বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আরও আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর