শোক দিবসে জবি নীলদলের ওয়েবিনারের আয়োজন

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ০৬:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল। ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে রবিবার ( ১৫ আগষ্ট ) বিকাল ৪ ঘটিকায়।

আন্তর্জাতিক ওয়েবিনার এর বিষয় নির্ধারণ করা হয়েছে "বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশ"। ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব স্বদেশ রায় এবং ইনিস্টিউট অফ সোশাল এন্ড কালচারাল স্টাডিজ কলকাতা,ভারত এর পরিচালক জনাব অরিন্দম মুখোপাধ্যায়।

ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আনোয়ারা বেগম। অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: