ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ০১:৪২

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়-ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এই বুথ থেকেই বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেওয়া যাবে। এছাড়া বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও। বুথটি খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের পক্ষ থেকে রাজধানীর ২০টি স্থানে এই বুথ স্থাপন করা হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এই বুথের উদ্বোধন করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী৷

বুথ উদ্বোধনকালে সুজিত রায় নন্দী বলেন, করোনা থেকে সুরক্ষার জন্য সচেতনতার বিকল্প নেই৷ করোনা মহামারি একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলো করোনা পরিস্থিতি সামলাতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা ও মেধার কারণেই বাংলাদেশ করোনাকে সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে৷ শেখ হাসিনার নির্দেশে আমরা নিরলস কাজ করে যাচ্ছি৷ ছাত্রলীগও দেশব্যাপী অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে৷ করোনা প্রতিরোধক বুথ স্থাপনের ব্যতিক্রমী এই কর্মসূচিকে আমি স্বাগত জানাই৷ দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য৷ এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে৷’

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের মতো টিএসসি, শাহবাগ ও নীলক্ষেত মোড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজসহ রাজধানীর ২০টি স্থানে ছাত্রলীগের পক্ষ থেকে এই বুথ স্থাপন করা হবে৷

করোনা বুথ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি অসীম কুমার বৈদ্য, রকিবুল ইসলাম, মাহমুদুল হাসান, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন৷


আপনার মূল্যবান মতামত দিন: