উচ্চশিক্ষার জন্য বিদেশেগামী শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ১৩ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্য বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন পাঠাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে [email protected] ই-মেইলে পাঠাতে হবে।
এ ছাড়া এ নিয়ে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: