বিশ্বের সর্ববৃৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন লিও ক্লাব অফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ এর ২০২১-২০২২ বর্ষের নতুন কমিটি ঘোষণা হয়েছে। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী লিও মো: তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী লিও মুজাহিদ বিল্লাহ্।
উল্লেখ্য গত ৪ জুলাই ২০২১ তারিখে লিও ক্লাব অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের "ক্লাব কমিটি ঘোষণা ও ক্ষমতা হস্তান্তর" অনুষ্ঠান (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি লিও মোস্তাকিম আহমেদ ফারুকীর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর নব নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্ণর এবং অত্র ক্লাবের এডভাইজার স্থপতি নিখিল চন্দ্র গুহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল পিএমজেএফ, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমজেএফ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর কেবিনেট সেক্রেটারি লায়ন ডঃ এস এম এ জাফর বাদশা, কনভেনশন চেয়ারপার্সন লায়ন প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন, লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল রাজধানীর প্রেসিডেন্ট লায়ন ডঃ বিশ্বনাথ সরকার, লিও ক্লাব অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার প্রেসিডেন্ট ও লিও মাল্টিপল জেলার পাস্ট প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস এর চার্টার প্রেসিডেন্ট লায়ন কাজী জিয়া উদ্দিন বাসেত, লিও ক্লাব অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাস্ট প্রেসিডেন্ট এবং লিও ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর পাস্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল রাজধানীর নব-নির্বাচিত সেক্রেটারি লায়ন সুজন মিয়া এছাড়া লিও ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর ১ম ভাইস-ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মেহেদী হাসান আকন্দ জনি, ২য় ভাইস-ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শিরিন শিলা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সকল লায়ন নেতৃবৃন্দ ভবিষ্যৎ প্রজন্মকে আরো দক্ষ করে গড়ে তোলা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুন প্রজন্মকে এই ধরনের সামাজিক সংগঠনের সাথে জড়িত হওয়ার পাশাপাশি নেতৃত্ব বিকাশের সুযোগ গ্রহণের আহবান জানান।
কমিটিতে প্রেসিডেন্ট লিও মোঃ তৌহিদুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট ক্লাব প্রেসিডেন্ট লিও মো: মোস্তাকিম ফারুকী, ১ম ভাইস-প্রেসিডেন্ট লিও মাহমুদা হাসান মিম, ২য় ভাইস-প্রেসিডেন্ট লিও আবু সাঈদ শাওন, ৩য় ভাইস-প্রেসিডেন্ট লিও মেহেরাবুল ইসলাম সৌদীপ, ক্লাব সেক্রেটারি লিও মুজাহিদ বিল্লাহ, ক্লাব ট্রেজারার লিও ফারজানা ইসলাম, ক্লাব কো-অর্ডিনেটর লিও সাবেকুন নাহার আয়েশা, ক্লাব চিফ ট্রেইনার লিও সামিয়া নূর লাবনী, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও অমিত পাল, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও শিবলী নোমান, জয়েন্ট সেক্রেটারি (ফিনান্স) লিও লিংকন ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (প্রোগ্রাম) লিও লুৎফুন নাহার লিজা, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও কাজী জিলান, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও আহাদ তাহমিদ, জয়েন্ট ট্রেজারার (ফিনান্স) লিও আহমেদ তাহমিদ ফাইয়াজ, জয়েন্ট ট্রেজারার (প্রোগ্রাম) লিও জান্নাতুল মাওয়া শসী, প্রটোকল অফিসার লিও নাঈম হোসাইন পাবলিসিটি অফিসার লিও সোলাইমান খান, পাবলিক রিলেশন অফিসার লিও রহিম বাবু, সিস্টার লিও কো-অর্ডিনেটর লিও মেহের আফরোজ শাওন, ক্লাব ট্রেইনার লিও নয়ন খান, ক্লাব প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিও নিপা রানী সাহা, ক্লাব টেমার লিও অভিজিৎ হালদার অভি, টেল-টুইস্টার লিও আলিমুল ইসলাম।
এছাড়াও কমিটির ক্লাব চেয়ারপার্সন লিও নাঈম মৃধা, লিও অনন্যা হালদার, লিও ইউসুব উসমান, লিও তানজিলা বেগম, লিও জান্নাতুল ফেরদৌস মীম, লিও মোঃ করিম হাসান, লিও জান্নাতুল মাওয়া মীম, লিও শাহরিয়ার শাকিল, লিও নাজিমুন আক্তার সুমাইয়া, লিও আরিয়ান রবিন সুমন, লিও মো: মেহেদী হাসান, লিও উম্মে ইফফাত ফিয়া, লিও ফাওজিয়া আফিয়া জিনিয়া, লিও অনুপম মল্লিক আদিত্য, লিও রিদুয়ান ইসলাম, লিও নিপুন রায় লিও মাহফুজুর রহমান, লিও তানজীম তাবাসসুম। উক্ত কমিটিতে ক্লাব এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন লিও অনন্য প্রতীক রাউত, লিও রুকাইয়া মিজান মিমি, লিও সিদরাতুল মুনতাহা, লিও আফরিন মৌরি, লিও নাজিয়া আফরিন, লিও মাহরুমা আক্তার শিফা, লিও ইসমাইল হোসাইন সোয়াইব, লিও আসাদুজ্জামান সিফাত, লিও নাদিয়া হোসাইন ইমা, লিও রাকিবুল ইসলাম, লিও আসমা উল হুসনা অর্থী নির্বাচিত হয়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত ক্লাব কমিটির নেতৃবৃন্দ বলেন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্লাবের কার্যাবলী আরো গতিশীল করতে তারা বদ্ধপরিকর। এবং ক্লাবকে ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এবং মাল্টিপল জেলা৩১৫ বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবে।
আপনার মূল্যবান মতামত দিন: