দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি ‘ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকালে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী বিপ্লব কান্তি সরকারকে আহ্বায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অয়েছ কুরুনি রুম্মান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আওছাফুর রহমান দুর্জয়কে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম, সাজিদুল ইসলাম, তামান্না আজাদ, গাজী আল-আমিন, মোহাম্মদ রাজিবুল্লাহ ও আলমগীর হোসেন সিয়াম।
এছাড়া সংগঠনটির উপদেষ্টারা হলেন- ‘ল’ কমিশন বাংলাদেশের পি.এস টু অনারেবল চেয়ারম্যান (জেয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশনজজ) মো’তাছিম বিল্লাহ, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ ফারুক আযম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল।
আপনার মূল্যবান মতামত দিন: