জবিতে বাড়লো ফি দেওয়ার সময়সীমা

সময় ট্রিবিউন | ২৯ জুন ২০২১, ২৩:২৮

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি জমা দেয়ার সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলে হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনিস্টিটিউট ও বিভাগ সমূহের যে সকল শিক্ষার্থীরা বর্তমান মহামারী করােনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে online- এ ২৭/০৬/২০২১ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া এবং ২৯/০৬/২০২১ তারিখের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি তাদের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের আবেদনের প্রেক্ষিতে online- এ আগামী ১২/০৭/২০২১ তারিখ পর্যন্ত ভর্তি এবং ১৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত ফরম পূরণের সময়সীমা বর্ধিত করা হলাে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট পরিচালক চেয়ারম্যানবৃন্দ নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের সহায়তায় online- এ ভর্তি ও ফরম পূরণের বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: