বঙ্গবন্ধুকে জানলেই দেশকে জানা যাবে: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ২৫ জুন ২০২১, ০২:২৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ফাইল ছবি

বঙ্গবন্ধুকে জানলেই দেশকে জানা যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৪ জুন) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, বইটিতে বঙ্গবন্ধুর ওপর ২৬টি লেখা রয়েছে যা বাংলাদেশের ইতিহাস বিশ্বদরবারে পৌঁছাতে সহায়তা করবে। বঙ্গবন্ধুকে জানলেই দেশকে জানা যাবে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস নিয়ে আন্তর্জাতিক মানের ইংরেজিতে লেখা বই কম, তাই বাংলাদেশের ইতিহাস আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। দেশের শান্তিকে বিনষ্ট করার সব ধরনের অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর সব ধরনের ষড়যন্ত্র চলছে, তা অতিক্রম করেই দেশকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: